আবারও মাঠে ফুটবলারের মৃত্যু
ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। বহুবারই এমন ঘটনা ঘটেছে। এবার ফ্রেঞ্চ কাপের তৃতীয় রাউন্ডের খেলা চলাকালীন মারা যান এক ফুটবলার।
এনডিটিভি জানিয়েছে, আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ফুটবলার বেন ইদ্রিসা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার খেলতেন ফ্রান্সের ষষ্ঠ বিভাগের দল এজে বিগুগলিয়ার হয়ে।
গত রোববার বিগুগলিয়া ও ফুরিয়ানি ক্লাব মুখোমুখি হয়েছিল। প্রথমার্ধ ভালোভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। হঠাৎ মাঠে পড়ে যান ইদ্রিসা। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ছুটে আসেন। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। কয়েক মিনিটের মধ্যেই হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি।

ক্রীড়া প্রতিবেদক