শেরেবাংলায় পুলিশের সঙ্গে দর্শকদের হাতাহাতি
চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি তখন শেষ হয়েছে মাত্র। দলের সাফল্যে দর্শকরা উল্লাসে মত্ত, ঠিক তখনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দর্শকদের সঙ্গে পুলিশের হাতাহাতিও হয়।
মূলত ঘটনাটা ঘটেছিল সিটে বসা নিয়ে। পুলিশ সদস্যরা দর্শকদের সিটে বসলে দর্শকরা এসে তাঁদের উঠতে বললেই তা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।
প্রত্যক্ষদর্শী শিহাব নামের এক দর্শক এনটিভি অনলাইনকে বলেন, “কয়েকজন দর্শক খেলা দেখতে এসে দেখেছেন তাঁদের সিটে পুলিশ সদস্যরা বসে আছেন। তাঁদের উঠে যেতে বললে তাঁরা উঠে দর্শকদের সঙ্গে খারাপ আচরণ করেন। পুলিশ সদস্যরা তখন বলেন, ‘আপনারা বসে বসে খেলা দেখবেন আমরা কি দাঁড়িয়ে দায়িত্ব পালন করব?’ অনুরোধ করার পরেও তিনি বলেন যাবেন না। একপর্যায়ে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের দর্শকদের হাতাহাতি হয়।”
এ ব্যাপারে মিরপুর স্টেডিয়ামে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি যতটুকু শুনেছি গ্যালারিতে বসা নিয়ে নাকি কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যে। অবশ্য পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এর বাইরে আরো কিছু ঘটেছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।’

ক্রীড়া প্রতিবেদক