বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে যত রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরের কালো মাটির উইকেটে প্রথম দুই ম্যাচে স্পিনাররা দাপট দেখালেও সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটররাও ভালো করেছে। বিশেষ করে সৌম্য-সাইফের ওপেনিং জুটি, যেটি মিরপুরের রেকর্ড গড়া জুটি। এছাড়াও এই ম্যাচে আরও বেশকিছু রেকর্ডের দেখা মিলেছে।
এদিন শুরুতে ব্যাট করে ওপেনিং জুটির দারুণ পারফরম্যান্সে স্কোরবোর্ডে ২৯৬ রান তোলে বাংলাদেশ। এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়।
ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ
ওপেনিংয়ে সাইফ হাসান এবং সৌম্য সরকার ১৭৬ রানের জুটি গড়েন। এটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবালের ২৯২ রানের জুটিই ছিল সর্বোচ্চ।
এছাড়া ৪৫ ইনিংস পর ওয়ানডে ওপেনিংয়ে ১০০ রানের জুটি গড়েছে বাংলাদেশ।
মিরপুরে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ডটি এখন সাইফ ও সৌম্যর হাতে। এর আগে মিরপুরে সর্বোচ্চ ১৫০ রানের জুটি ছিল এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের।
ছক্কা হাঁকানোতে যৌথভাবে তৃতীয় সাইফ
সাইফ হাসান এদিন ৬টি ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের হয়ে এক ওয়ানডে ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় তামিম ইকবাল এবং সৌম্য সরকারের সঙ্গে যৌথভাবে ৩য় স্থানে উঠে এসেছেন তিনি। ৮টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে আছেন লিটন দাস।
রিশাদ হোসেনের বোলিং রেকর্ড
বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন এই সিরিজে ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন। এতে বাংলাদেশের হয়ে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তৃতীয় স্থানে আছেন তিনি।
দ্বিপাক্ষিক তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকার করার রেকর্ড মুস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েন বাংলাদেশের এই পেসার।
যদি স্পিনারদের হিসাব করা হয়, তবে রিশাদই এই তালিকায় সবার ওপরে রয়েছেন। অ্যাডাম জাম্পা এবং রশিদ খান ১১ উইকেট নিয়ে তার পেছনে রয়েছেন।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়
বাংলাদেশ ১৭৯ রানে ওয়ানডে ইতিহাসে তাদের দ্বিতীয় বৃহত্তম জয় অর্জন করেছে। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের জয় ছিল সর্বোচ্চ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে টাইগার জিতেছে ২-১ ব্যবধানে। বেশ কয়েকটি রেকর্ড হওয়া তৃতীয় ম্যাচের ফলাফল দেখি নিন স্কোরকার্ড থেকে…
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ১০-১-৪১-৪, পিয়েরে ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, আথানেজ ৭-০-৩৭-২, চেজ ৮-১-৫৩-১, মোতি ৮-০-৫৩-১)
ওয়েস্ট ইন্ডিজ : ৩০.১ ওভারে ১১৭/১০ (আথানেজ ১৫, কিং ১৮, আগস্টে ০, কার্টি ১৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেজ ০, গ্রেভস ১৫, মোতি ৭, আকিল ২৭, পিয়েরে ০*; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭.১-০-৩৫-২, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)
ফলাফল : বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : সৌম্য সরকার।
সিরিজ সেরা : রিশাদ হোসেন।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

স্পোর্টস ডেস্ক