টানা ব্যর্থ পাকিস্তান এবার বাবরের দুয়ারে
পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান বাবর আজমের। তার ধারেকাছেও নেই আর কোনো ব্যাটার। এরপরও অনেকদিন ধরেই টি-টোয়েন্টি দলে নেই বাবর। কারণ হিসেবে সামনে এসেছিল বাবরের স্ট্রাইকরেট। অভিযোগ ছিল, তিনি নাকি নিজের জন্য খেলেন।
বাবরকে আবারও জাতীয় দলে ফিরতে শর্ত দেওয়া হয়েছিল স্ট্রাইকরেট বাড়াতে। সেজন্য ঘরোয়া লিগগুলোই ছিল তার সামনে একমাত্র পরীক্ষার মঞ্চ। সেই মঞ্চে অবশ্য বাবরকে কোনো পরীক্ষা দিতে হলো না। টপঅর্ডারে বাকিদের ব্যর্থতা কপাল খুলে দিয়েছে তার। লম্বা সময় পরে টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও আগামী মাসে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই স্কোয়াডে ডাক পড়েছে বাবরের। তবে ফেরানো হয়নি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ানকে।
শুধু পাকিস্তানই নয় বাবর টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার। পাকিস্তানের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। তার কপাল খুলেছে ওপেনার ফখর জামানের সর্বনাশে। গত এশিয়া কাপে খুব একটা ভালো করতে পারেননি তিনি। অবশ্য পুরো পাকিস্তান দলই ছিল সেই ভালো না করার মধ্যে। তবুও ফখরকে জায়গা হারাতে হয়েছে। তাকে রাখা হয়েছে রিজার্ভ স্কোয়াডে।
এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরও দুজন। পেসার হারিস রউফ ও স্পিনার সুফিয়ান মুকিম। রউফের অফফর্ম নিয়ে আলোচনা হচ্ছিল বেশকিছুদিন ধরেই। এশিয়া কাপেও ভারতের বিপক্ষে বেশ খরুচে ছিলেন তিনি। তাই তার বাদ পড়াটা অনেকটা অনুমেয়ই ছিল। তবে গত কিছুদিনে বেশ ভালো বোলিং করা মুকিমের বাদ পড়াটা কিছুটা বিস্ময়করই। দুজনই অবশ্য আছেন রিজার্ভ তালিকায়।
প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অফস্পিনার উসমান তারিক। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। সেই পারফরম্যান্সের সুবাদেই দলে ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী এ ক্রিকেটার। এছাড়াও দলে ফিরেছেন আগ্রাসী ব্যাটসম্যান আব্দুল সামাদ ও পেসার নাসিম শাহ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী মঙ্গলবার। এরপর আগামী ১৭ নভেম্বর থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
সালমান আলি আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মাদ নাওয়াজ, মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, উসমান তারিক।

স্পোর্টস ডেস্ক