আম্পায়ারকে গালাগাল করে শাস্তি পেলেন সাকিব!
তাঁর ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। এর আগে বহুবার মাঠে এবং মাঠের বাইরে অসৌজন্যমূলক আচরণ করে শাস্তি পেতে হয়েছিল তাঁকে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও এমন একটি শাস্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচে আম্পায়ার খালেদ মাহমুদকে গালাগাল করেন তিনি। এ কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ঢাকা ডায়নামাইটস অধিনায়কের।
অবশ্য সেদিনের ম্যাচ শেষেই আম্পায়ারদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সাকিব। তবে লেভেল-১ অপরাধের কারণে তাঁকে জরিমানা করা হয়। পাশাপাশি দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাঁর নামের সঙ্গে, যা তাঁকে ভবিষ্যতে বড় শাস্তির মুখোমুখি দাঁড় করাতে পারে। যদিও গতকালের ম্যাচটি শেষে আম্পায়াররা সাকিবের বিপক্ষে কোনো অভিযোগ করেননি।
ঘটনাটি ঘটেছিল গতকালের এই ম্যাচটির দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে। সে ওভারের পঞ্চম বলে ঢাকা ডায়নামাইটসের পেসার আবু জায়েদ রাহি এলবিডব্লিউর আবেদন করেন খুলনা টাইটানসের ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে। আম্পায়ার খালেদ মাহমুদ এ আবেদনে সাড়া দেননি। আম্পায়ারের কাছে তখনই ছুটে যান অধিনায়ক সাকিব আল হাসান ও বোলার রাহিও।
কেন আবেদনে সাড়া দেননি, আম্পায়ারের কাছে তা জানতে চান ঢাকার খেলোয়াড়রা। তা নিয়ে কিছুক্ষণ তর্কও করেন তাঁরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। একপর্যায়ে আম্পায়ারকে আঙুল তুলে কর্কশ ভাষায় কিছু একটা বলেছিলেন সাকিব। ভিডিও ফুটেজে দেখা যায়, পরে সাকিব আম্পায়ারকে গালাগাল করে চলে যান।

ক্রীড়া প্রতিবেদক