ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিগার-মারুফারা সেমির লড়াই থেকে আগেই ছিটকে গেছেন। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দেশে ফেরার আগে ভারতকে হারাতেই মাঠে নামছে আজ রোববার (২৬ অক্টোবর)। এই ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের ডি. ওয়াই পাতিল স্পোর্টস একাডেমি স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ-ভারতের। তবে বৃষ্টির কারণে টস হতে দেরি হয়। টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছের ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর। তবে টস হওয়ার পর আবারও বৃষ্টি শুরু হলে মাঠ ঢেকে ফেলা হয়েছে।
বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা করেছিল স্বপ্নের মতো। এরপর আরও তিন ম্যাচে খুব কাছে গিয়ে না হারলে সেমিতেও উঠে যেতো পারতো নিগার-নাহিদারা। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে তারা লড়াই জমিয়ে তুলে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত হেরেছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে হারটি ক্রিকেটপ্রেমীদের জন্য মেনে নেওয়া কঠিন।
টুর্নামেন্টের শেষে তাই জয় নিয়েই ফিরতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ভারত বেশ শক্তিশালী। মুখোমুখি আট বারের দেখায় ভারতের ছয় জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে একটি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ টাই হয়েছে।
আজ টসে জিতে ভারতের অধিনায়ক হারমানপ্রীত বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আবহাওয়া মেঘলা থাকায় মনে করেছি বোলিং করা ভালো সিদ্ধান্ত হবে। আজ উমা চেত্রীর অভিষেক হচ্ছে। ঋচা বিশ্রামে আছে। আরও দুইজন খেলোয়াড় বিশ্রামে আছে — ক্রান্তি এবং স্নেহ রানা। টানা তিন ম্যাচ হারের পরও আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা পরিস্থিতি বদলাতে পারব।’
বাংলাদেশের অধিনায়ক নিগার বলেন, ‘এটা আমাদের জন্য বেশ ভালো, কারণ আমাদের বোলাররা ভালো করছে। তাদের একটা ভালো রান তাড়া করার মতো টোটাল দিতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে হারটা কাটিয়ে ওঠা বেশ কঠিন ছিল। এখন সেটা ভুলে গিয়ে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের বোলাররা যেভাবে বল করছে এবং কন্ডিশন দেখে মনে হচ্ছে ২৩০ বা তার বেশি রান ভালো টোটাল হতে পারে।’

স্পোর্টস ডেস্ক