আশরাফুলের ব্যাটে চমক, করলেন শতক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/11/photo-1481472695.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০১৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তাই দীর্ঘ তিন বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে তাঁকে। একসময়কার এই তারকা ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে এ বছর আগস্টে।
এরপর থেকে আশরাফুলকে মাঠে ফেরার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। মাঠে ফিরে বেশ উজ্জ্বলতাও ছড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
এবার জাতীয় লিগে নয়, বাংলাদেশ যুব দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে ব্যাটহাতে আবারও জ্বলে উঠলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দারুণ একটি শতক করলেন তিনি। ১১০ বলে করেছেন ১১৫ রানের অনবদ্য একটি ইনিংস।
শ্রীলঙ্কায় যুব এশিয়া কাপ খেলতে আগামী মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ যুব দল। তার আগে প্রস্তুতি ম্যাচে আফিফ হোসেনদের বিপক্ষে মাঠে নামে আশরাফুলের দল।
দারুণ এই শতকটি করে আশরাফুল খুবই খুশি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হলেও যুব দলের বিপক্ষে এই শতকটি করতে পেরে বেশ ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগছে মিরপুরে অনেকদিন পর খেলতে নেমেছি বলে।’