ইনিংস ঘোষণার সিদ্ধান্ত কার ছিল, জানালেন আশরাফুল
ঢাকা টেস্টের চতুর্থ দিন সকালে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ক্রিজে তখন মুশফিকুর রহিম অপরাজিত। তার ব্যাট থেকে এসেছে ৫৩ রান। অনেকেই যখন ভাবছিলেন শততম টেস্টের দ্বিতীয় ইনিংসেও মুশফিককে সেঞ্চুরি করার সুযোগ দেওয়া হবে, তখন এমন সিদ্ধান্তে অবাক হতে হয়েছে।
এই টেস্টেই মুশফিক জনিয়েছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়। আজ দল যেন সেটিই দেখাল। মূলত, মুমিনুল হকের সেঞ্চুরির অপেক্ষায় ছিল সবাই। ব্যক্তিগত ৮৭ রানে চতুর্থ ব্যাটার হিসেবে তিনি আউট হলে, সঙ্গে সঙ্গেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মুশফিক ক্রিজে থাকার পরও কেন এমনটা করা হয়েছে, যেখানে তার সামনে ইতিহাস গড়ার সুযোগ ছিল—এমন প্রশ্নে আশরাফুল জানালেন, এটি কারও একার সিদ্ধান্ত নয়।
আশরাফুল বলেন, ‘এটা দলগত সিদ্ধান্ত ছিল। আয়ারল্যান্ডের ১০ উইকেট নিতে হত। জিনিসটা সুন্দর দেখাত না। তাই মুমিনুল আউট হওয়ার পর ডিক্লেয়ার করা হয়েছে।’
টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ রাঙিয়েছে নিজেদের মতো। সকালটা কেটেছে মুমিনুল হক আর মুশফিকুর রহিমের ব্যাটে। বিকালের সেশনটা গেছে বাংলাদেশের স্পিনারদের দখলে। মাঝে দ্বিতীয় সেশনে সাকিবকে ছাড়িয়ে টেস্টে উইকেট শিকারে সবার ওপরে উঠেছেন তাইজুল ইসলাম। সব মিলিয়ে বর্ণিল একটা দিন কাটিয়েছে টাইগাররা। পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের অপেক্ষা আর ৪ উইকেটের।
চতুর্থ দিন শেষে ঢাকা টেস্টের স্কোরকার্ডে একবার চোখ বোলানো যাক...
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ১০৬, লিটন ১২৮, মিরাজ ৪৭, তাইজুল ৪, মুরাদ ১১, ইবাদত ১৮*, খালেদ ৮; নিল ১১-১-৪৭-০, ক্যামফার ১০-০-৩২-০, ম্যাকব্রাইন ৩৩.১-৩-১০৯-৬, হামফ্রিস ৫০-৫-১৫১-২, হোয়ে ৩৪-৩-১১৫-২, টেক্টর ৩-০-১০-০)
আয়ারল্যান্ড প্রথম ইনিংস : ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক্যাম্পার ০, টাকার ৭৫*, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, নিল ৪৯, হোয়ে ৪, হাফফ্রিস ৪; ইবাদত ১২-১-৪৭-১, খালেদ ৮-০-৩৯-২, তাইজুল ৩৫.৩-৬-৭৬-৪, মুরাদ ২১-৩-৫৩-২, মিরাজ ৯-১-৩৮-১, মুমিনুল ৩-১-৫-০)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৬৯ ওভারে ২৯৭/৪ ডিক্লেয়ার ( জয় ৬০, সাদমান ৭৮, শান্ত ১, মুমিনুল ৮৭, মুশফিক ৫৩*; নিল ৯-১-৪৮-১, হামফ্রিস ১৫-০-৫৪-০, ম্যাকব্রাইন ২৬-২-৮২-১, হোয়ে ১৭-০-৮৪-২, টেক্টর ২-০-১২-০)
আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৫৪ ওভারে ১৭৬/৬* ( বালবার্নি ১৩, স্টার্লিং ৯, কারমাইকেল ১৯, টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪*, টকার ৭, ডোহেনি ১৫, ম্যাকব্রাইন ১১*; ইবাদত ৭-১-২৪-০, খালেদ ৭-০-২৪-১, তাইজুল ২০-২-৫৫-৩, মুরাদ ১২-৪-৩৫-২, মিরাজ ৮-৩-২১-০)

স্পোর্টস ডেস্ক