অ্যাশেজ
তৃতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া
অ্যাশেজে ইংল্যান্ড যতটা অশান্ত, অস্ট্রেলিয়া ততটাই শান্ত। লর্ডসে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ধৈর্যের ফল পেল অসিরা। বৃষ্টির কারণে আজ শুক্রবার (৩০ জুন) তৃতীয় দিনের খেলা আগেভাগে শেষ হলেও চালকের আসনে তারাই। নিজেদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১৩০ রান নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়ার লিড ২২১ রানের।
ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার ওপেনিং জুটিতে আসে ৬৩ রান। ৭৬ বলে ২৫ রান করা ওয়ার্নারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জস টাং। দ্বিতীয় উইকেটে মার্নাস লাবুশেনকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন খাজা। ৩০ রান করে জেমস অ্যান্ডারসনের বলে হ্যারি ব্রুকের তালুবন্দি হন লাবুশেন।
১২৩ বলে ৫৮ রানে অপরাজিত খাজার সঙ্গে ৬ রান করে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। আগামীকাল (১ জুলাই) দুজন মিলে শুরু করবেন চতুর্থ দিনের ব্যাটিং।
এর আগে প্রথম ইনিংসে অসিদের করা ৪১৬ রানের জবাবে ৩২৫ রানে অলআউট হয় ইংলিশরা।
স্বভাবজাত আক্রমণাত্মক ঢংয়ে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলি ৪৮ বলে ৪৮ রান করে আউট হন। আরেক ওপেনার বেন ডাকেট সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতে ৯৮ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া, অর্ধশতক তুলে নেন হ্যারি ব্রুক। ৫০ রান করে আউট হন তিনি।
অসিদের পক্ষে তিন উইকেট পান মিচেল স্টার্ক। দুই উইকেট পান জস হ্যাজেলউড। শেষ পর্যন্ত ইংলিশরা ৩২৫ রানে থেমে যায়। অস্ট্রেলিয়া পায় ৯১ রানের লিড।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) টেস্টের দ্বিতীয় দিনে অসিদের দ্রুতই অলআউট করে ইংল্যান্ড। অসিদের পক্ষে সর্বোচ্চ ১১০ রান করেন স্টিভেন স্মিথ। যা ছিল তার ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন ট্রাভিস হেড। শেষ পর্যন্ত ৪১৬ রানে থামে অসিদের প্রথম ইনিংস।
ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট পান অলি রবিনসন ও জস টাং।