ফের পিসিবির সঙ্গে যুক্ত হলেন মিসবাহ
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মিসবাহ উল হক। তিন ফরম্যাট মিলিয়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন ১৫১ ম্যাচে। খেলা ছাড়ার পর ২০১৯ সালে পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি। একই সঙ্গে তখন তিনি ছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে। প্রধান নির্বাচক ও প্রধান কোচের দ্বৈত দায়িত্ব একসঙ্গে পালন করা প্রথম ব্যক্তি মিসবাহ।
২০১৯ সালে তার কোচিংয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে পাকিস্তান। ২০২১ সালে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া মিসবাহ আবারও যুক্ত হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন তিনি। এমনটিই জানিয়েছে ক্রিকেটভিত্তিক পাকিস্তানি ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান।
গতকাল সোমবার (২৪ জুলাই) ক্রিকেট পাকিস্তানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মিসবাহর নতুন পদটি একটি সাম্মানিক দায়িত্ব। এ কাজের জন্য পিসিবির কাছ থেকে কোনোপ্রকার অর্থ নেবেন না তিনি। জাকা আশরাফকে পরামর্শ দানের পাশাপাশি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন মিসবাহ।
কোচিং ছাড়ার পর পুরোদস্তুর ক্রীড়া বিশ্লেষক হয়ে যান ৪৯ বছর বয়সী সাবেক এই তারকা। এখনও পাকিস্তানের বিভিন্ন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি। বিভিন্ন কারণে চাইলেও তাই এখনই পিসিবির সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হতে পারবেন না মিসবাহ। ফলে, আপাতত কাজ করবেন জাকা আশরাফের উপদেষ্টা হিসেবে।