অ্যাশেজ
সিরিজ জিততে বড় লক্ষ্য তাড়া করছে অস্ট্রেলিয়া
দ্য কিয়া ওভালে পঞ্চম টেস্টের চতুর্থ দিন স্টুয়ার্ট ব্রড মাঠে নামলেন অসিদের গার্ড অব অনার নিয়ে। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচটি তৃতীয় দিনেও ছিল ইংল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। আজ রোববার (৩০ জুলাই) চতুর্থ দিনের শুরুতে তা পরিণত হলো ব্রডের ঝলমলে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে। এ ম্যাচ শেষেই অবসরে যাবেন তিনি, জানিয়েছিলেন গতকাল ইংল্যান্ডের ইনিংস শেষে।
চতুর্থ দিনের শুরুতে অবশ্য ব্যাট হাতে বেশিক্ষণ টিকতে পারেননি জেমস অ্যান্ডারসন ও ব্রড। তৃতীয় দিনের নয় উইকেটে ৩৮৯ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। কিন্তু, আজ সকালে ১.৫ ওভারে ব্রডের একটি ছক্কায় ছয় রান ছাড়া স্কোরবোর্ডে আর কোনো রান তুলতে পারেনি ইংলিশরা। টড মারফির বলে শেষ ব্যাটার হিসেবে লেগ বিফোর হন অ্যান্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ১০ উইকেটে ৩৯৫ রানে। অসিদের লক্ষ্য দাঁড়ায় ৩৮৪ রান।
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার ওপেনিং জুটিতে ৭৫ রান তোলে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অসিরা। ওয়ার্নার ৩০ ও খাজা অপরাজিত আছেন ৩৯ রানে।
চতুর্থ ইনিংসে এর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার একটিই আছে। ১৯৪৮ সালে অ্যাশেজেই ৪০৪ রান তাড়া করে জয় পায় অসিরা। স্যার ডন ব্র্যাডম্যানের অনবদ্য ১৭৩ রানে ভর দিয়ে মাত্র তিন উইকেট হারিয়ে সেবার ৪০০ রানের পাহাড় টপকেছিল তারা।
এর আগে এই সিরিজে প্রথমবারে মতো টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে অসিরা থামে ২৯৫ রানে। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ইংলিশরা করে ৩৯৫ রান।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী অস্ট্রেলিয়া।