ক্রিকেট সংশ্লিষ্টদের বাজে সিদ্ধান্তে বাংলাদেশের ভরাডুবি : ইরফান
এ যেন এক অচেনা বাংলাদেশ। বুকভরা স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযানে গেলেও মাঝপথেই সেই স্বপ্ন ভেঙে চুরমার। নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। সাত ম্যাচ খেলে ছয়টিতেই সাকিবদের সঙ্গী পরাজয়। বাংলাদেশের এমন দুর্দশার পেছনে ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তকে দায়ী করলেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান।
স্টার স্পোর্টসে নিজের বিশ্লেষণে ইরফান বাংলাদেশের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি এটাকে বাংলাদেশের ক্রিকেটের বড় পতন হিসেবেই দেখছি। বাংলাদেশ দলে এমন নয় যে বিদেশের লিগে খেলা খেলোয়াড় নেই। মোস্তাফিজুর রহমান আছে, তাসকিন আহমেদও বিদেশের লিগে খেলেছে। মাহমুদউল্লাহ বহু বছর ধরে ক্রিকেট খেলছে। বাংলাদেশ দলে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছে। বাংলাদেশের ভালো ক্রিকেটার আছে। কিন্তু দল হিসেবে সেই ক্রিকেটাররা একসঙ্গে পারফরম করতে পারছে না।’
ইরফান আরও বলেন,‘এর মানে সামর্থ্যের অভাব বাংলাদেশ দলের সমস্যা নয়। এই দলের আরও অন্য সমস্যা আছে। বাংলাদেশের ক্রিকেটকে এখন মাঠ ও মাঠের বাইরে দুই দিকের সমস্যা সমাধানেই মনোযোগী হতে হবে। ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। বিশ্বকাপে বাংলাদেশ দলে তামিম ইকবাল নেই কেন? এই দলে অবশ্যই তামিমের থাকা উচিত ছিল।’
চলতি বিশ্বকাপে বাংলাদেশের আর প্রাপ্তির তেমন কিছু নেই। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে সরাসরি অংশগ্রহণ নিশ্চিতে পরের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সাকিবদের সামনে। যে দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক