সিরিজ জয়ের বিশ্বাস রাখছেন তানজিম
 
বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা করেছে হার দিয়ে। আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। শেষদিকে এসে বোলাররা ব্যাটিংয়ে নেমে কিছুটা চ্যালেঞ্জ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। তবে হার এড়ানো সম্ভব হয়নি। কিন্তু প্রথম ম্যাচে হারের পরও এখনও সিরিজ জয়ের আশা রাখছেন পেসার তানজিম হাসান সাকিব।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের পেসার তানজিম। সেখানে তিনি ঘুরে দাঁড়ানোর প্রত্যয়টায় ব্যক্ত করেন। ঘুরে দাঁড়ানো ছাড়া বাংলাদেশের আর কোন উপায় নেই বলে মনে করেন তিনি। কারণ পরের ম্যাচ হারলে সিরিজ হেরে যেতে হবে।
আরও পড়ুন: বোলারদের চেষ্টার পরও হারল বাংলাদেশ
তানজিম বলেন, ‘আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল যে এই সিরিজেও ভালো করব। কারণ আমরা ভালো করে আসছিলাম টি-টোয়েন্টিতে। আজকে হেরে গেছি খারাপ দিন ছিল, পরের ২ ম্যাচে আমরা কামব্যাক করব ইনশাআল্লাহ। এখানে আর ব্যাকফুটে যাওয়ার চান্স নাই। আর এক ম্যাচ হারলেই সিরিজ হেরে যাব। ঘরের মাঠে খেলা অবশ্যই চেষ্টা করব সিরিজ জেতার। বিদেশে যেহেতু জিতে এসেছি, এখানে আমাদের বাড়তি সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই চেষ্টা থাকবে।’
আরও পড়ুন: হারের কারণ হিসেবে যা বললেন লিটন
প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে তানজিম সেভাবে ভালো করতে না পারলেও ব্যাট হাতে ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টায়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১৬ রানে। ব্যাটারদের ব্যার্থতায় হেরে যাওয়া ম্যাচের ফলাফলটা স্কোরবোর্ড থেকে দেখে নিতে পারেন…
আরও পড়ুন: আজকের ভুল থেকে শিক্ষা নিতে চান লিটন
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৫/৩ (আথানেজ ৩৪, কিং ৩৩, হোপ ৪৬*, রাদারফোর্ড ০, পাওয়েল ৪৪*; নাসুম ৪-০-১৫-০, তাসকিন ৪-০-৩৬-২, সাকিব ৪-০- ৪৭-০, মুস্তাফিজ ৪-০-২৪-০, রিশাদ ৪-০-৪০-১)
বাংলাদেশ : ১৯.৪ ওভারে ১৪৯/১০ (সাইফ ৮, তামিম ১৫, লিটন ৫, হৃদয় ২৮, শামীম ১, সোহান ৫, সাকিব ৩৩, নাসুম ২০, রিশাদ ৬, তাসকিন ১০, মুস্তাফিজ ১১*; আকিল ৪-০-২২-২, সিলস ৪-০-৩২-৩, পিয়েরে ৪-০-৩৩-১, হোল্ডার ৪-০-৩১-৩, শেফার্ড ৩.৪-০-২৯-১)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
