আজকের ভুল থেকে শিক্ষা নিতে চান লিটন
ম্যাচ হারার পর বাংলাদেশ দলের কিছু পরিচিত কথা থাকে। অনেকটা ড্রাফট করে রাখা মেইলের মতো। আমরা হার থেকে শিক্ষা নেব—যার মধ্যে অন্যতম। ম্যাচ হারলে খেলোয়াড়রা, বিশেষত অধিনায়কের মুখে কথাটা যেন প্রস্তুত থাকে। কেবল বের হওয়ার পালা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ সোমবার (২৭ অক্টোবর) হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানের পরাজয় মেনে নিতে হয়েছে। সিরিজে বাংলাদেশ পিছিয়েছে ১-০ ব্যবধানে। হারের পর যথারীতি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানালেন শিক্ষা নেওয়ার কথা।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকের ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এবং পরের ম্যাচে জোরালোভাবে ফিরে আসতে হবে।’
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। ক্যারিবীয় ব্যাটাররাও খেলেছেন হাত খুলে। শুরুতে দেখেশুনে খেললেও শেষে ক্রিজে ঝড় তোলেন তারা। তানজিম হাসান সাকিবের করা শেষ ওভারে তিন ছক্কাসহ রভম্যান পাওয়েল তুলে নেন ২২ রান। একই উইকেটে বাংলাদেশি ব্যাটাররা খাবি খেয়েছেন। ফলাফল, ম্যাচ হার।
আরও পড়ুন : হারের কারণ হিসেবে যা বললেন লিটন
সাকিবের করা সেই ওভারটিই কি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে? বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য তা মানতে নারাজ। তার মতে, এগুলো ক্রিকেটে হয়ে থাকে। কোথায় ম্যাচ হেরেছে বাংলাদেশ, সেটিও জানালেন তিনি।
লিটন বলেন, ‘আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ভালো ব্যাটিং করেছে। আমরা যদি দ্রুত উইকেট নিতে পারতাম, তারা চাপে পড়ত। শেষ ওভারে যে-ই আসুক, প্রতিপক্ষ মারবে। এটা ক্রিকেটে হয়ে থাকে। আমার মনে হয়েছে আমরা ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লেতে অনেক বেশি উইকেট হারিয়েছি। আপনাকে দায়িত্ব নিতে হবে। বোলাররা দারুণ করেছে পুরো ম্যাচে।’
আরও পড়ুন : বোলারদের চেষ্টার পরও হারল বাংলাদেশ
বোলাররা কতটা মুন্সিয়ানা দেখিয়েছেন কিংবা ব্যাটাররা আদতে কতটা ব্যর্থ হয়েছেন—স্কোরবোর্ড দেখলে বোঝা যাবে সহজে…
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৫/৩ (আথানেজ ৩৪, কিং ৩৩, হোপ ৪৬*, রাদারফোর্ড ০, পাওয়েল ৪৪*; নাসুম ৪-০-১৫-০, তাসকিন ৪-০-৩৬-২, সাকিব ৪-০- ৪৭-০, মুস্তাফিজ ৪-০-২৪-০, রিশাদ ৪-০-৪০-১)
বাংলাদেশ : ১৯.৪ ওভারে ১৪৯/১০ (সাইফ ৮, তামিম ১৫, লিটন ৫, হৃদয় ২৮, শামীম ১, সোহান ৫, সাকিব ৩৩, নাসুম ২০, রিশাদ ৬, তাসকিন ১০, মুস্তাফিজ ১১*; আকিল ৪-০-২২-২, সিলস ৪-০-৩২-৩, পিয়েরে ৪-০-৩৩-১, হোল্ডার ৪-০-৩১-৩, শেফার্ড ৩.৪-০-২৯-১)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী।

স্পোর্টস ডেস্ক