প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সব সময়ই বিশেষ কিছু : তামিম
গত কয়েক মাসে দেশের ক্রিকেটে বেশ আলোচিত নাম তামিম ইকবাল। ওয়ানডে থেকে হঠাৎ অবসর নেওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরে আসা, দলের নেতৃত্ব ছাড়া ও সর্বশেষ বিশ্বকাপ দলে না থাকা। তামিম মানেই যেন হুট বিতর্কের আরেক নাম হয়ে উঠেছিলেন। বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত ভরাডুবির পর আবারও আলোচনায় আসেন তামিম। ক্রিকেটে তার ভবিষ্যৎ কী, সেটি জানতে মুখিয়ে আছেন ক্রিকেট ভক্তরা।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তামিমের বৈঠকে বসার কথা থাকলেও, সেটি এখনও হয়নি। এর মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দেখা করেন তামিম ইকবাল।
স্ত্রী আয়েশাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ছবি গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত প্রায় ১১টার দিকে ফেসবুকে প্রকাশ করেন তিনি। নিজের অফিসিয়াল পেজে তামিম লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সব সময়ই বিশেষ কিছু।’
তামিমের এই ছবি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই ধারণা করছেন, ক্রিকেটকেন্দ্রিক বড় কোনো সিদ্ধান্ত আসতে চলেছে তামিমকে ঘিরে। তবে, এসব কেবলই ধারণা। সময়ের সঙ্গে জানা যাবে আসল রহস্য।
এর একদিন আগে বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে হঠাৎ মিরপুরে দেখা যায় সাকিব আল হাসানকে। সাকিব যাওয়ার কিছুক্ষণ পর সেখানে হাজির হন হাথুরুসিংহেও। দুজনই চলে যান বিসিবি কার্যালয়ে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে সাকিব ও হাথুরুসিংহের বিসিবিতে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ সময় বিসিবির আরও কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশারসহ দেখা গেছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও। সবাই মিলে বৈঠকে বসেন। ধারণা করা হয়েছিল, বড় কোনো সিদ্ধান্ত আসতে চলেছে সভা শেষে। যদিও, সেই বৈঠক প্রসঙ্গে গণমাধ্যমে কোনো কথাই বলেননি সংশ্লিষ্টরা।