অনন্য চূড়ায় রোনালদো, যেখানে নেই এখনকার কোনো ফুটবলার
রেকর্ড ভাঙা-গড়ার নেশাটা ক্রিস্টিয়ানো রোনালদোর বহু পুরোনো অভ্যাস। সমকালের অন্যতম সেরা এই তারকা এবার গড়লেন নতুন এক রেকর্ড। সৌদি প্রো লিগে আজ শনিবার (৯ ডিসেম্বর) আল-রিয়াদের বিপক্ষে মাঠে নামে আল-নাসের। আল-নাসের অধিনায়ক রোনালদো মাঠে নেমেই গড়লেন নতুন অর্জন। পেশাদার ক্যারিয়ারে এটি তার ১২০০তম ম্যাচ। বর্তমানে খেলছেন, এমন ফুটবলারদের মধ্যে শীর্ষে তো বটেই, সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় প্রবেশ করেছেন পাঁচ নম্বরে।
পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ২০০২ সালে পেশাদার ফুটবলে অভিষেক রোনালদোর। এরপর কেটেছে ২১ বছর। জাতীয় দলের পাশাপাশি খেলেছেন ভিন্ন পাঁচটি ক্লাবের হয়ে। লিসবনে শুরু হওয়া যাত্রা এখনও চলমান আল-নাসেরে। মাঝে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে।
পর্তুগাল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ২০৫ ম্যাচ খেলা সিআরসেভেন লিসবনে খেলেছেন ৩১ ম্যাচ। ম্যান ইউনাইটেডে দুই দফায় ৩৪৬, রিয়াল মাদ্রিদে ৪৩৮, জুভেন্টাসে ১৩৪ ম্যাচ খেলেছেন। আল-নাসেরের হয়ে মাঠে নেমেছেন ৪৬ ম্যাচে। ১২০০ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৮৬৮। সবচেয়ে বেশি ১৩৮৭ ম্যাচে খেলেছেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটন।
মজার ব্যাপার হচ্ছে, সেরা পাঁচে রোনালদোর ওপরে থাকা বাকি চারজনই গোলরক্ষক।