দেশে ফিরেই ক্রিকেটার রুবেলকে নিয়ে মাগুরায় সাকিব
বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পোস্টারবয় হয়ে থাকা সাকিবকে এবার দেখা যাবে রাজনীতির ময়দানে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি। এবার ক্রিকেটার রুবেল হোসেনকে নিয়ে গেলেন মাগুরায়।
চোটের কারণে বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল অধিনায়ক সাকিব আল হাসানকে। নির্বাচনি ব্যস্ততার ফাঁকে চিকিৎসার জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) দেশে ফিরে ক্রিকেটার রুবেল হোসেনকে নিয়ে নিজ জেলা মাগুরাতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের মাগুরায় যাওয়ার খবর রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে রুবেল লিখেছেন, ‘মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।’
যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন সাকিব। নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।'