আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে মুখ খুললেন পাপন
এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন নান্নু। দল নির্বাচন প্রক্রিয়ায় একঘেয়ে অবস্থার বদল আনার পরামর্শ দিয়েছেন একসময়ের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পাশাপাশি সুযোগ পেলে নির্বাচক হওয়ার ইচ্ছাও পোষণ করেছেন এই ক্রিকেটার। এবার আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে পাপন বলেন, ‘দেখেন আপনাকে একটা কথা বলি, আমাদের একটা কমিটি আছে ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।’
পাপন আরও যোগ করেন, ‘আমাদের চিন্তা ভাবনা ৭ তারিখ, আমি ৮ তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না। কারণ আমি চলে যাচ্ছি একেবারেই ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে। তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিব, যত দ্রুত নেওয়া যায়। পারলে দুই তিন দিনের মধ্যেই। বিপিএলের মধ্যেই হয়তো।’
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আশরাফুল এখনো ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাননি। তবে নির্বাচকের ভূমিকায় বিসিবি থেকে ডাক পেলে সাড়া দেওয়ার কথা জানিয়ে রেখেছেন তিনি, ‘যেহেতু ২৬-২৭ বছর ধরে খেলছি। আমার ইচ্ছাও ক্রিকেটের সঙ্গে থাকা। এই ধরনের সুযোগ এলে অবশ্যই আমি চিন্তা করব।’