দক্ষিণ আফ্রিকাকে বড় লজ্জা দিয়ে ভারতের জয়
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সবসময়ই ভয়ানক দল। ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটান ব্যাটাররা, বাউন্সি পিচে উইকেটের হুল ফোটান বোলাররা। যে বিষে নীল হয় প্রতিপক্ষ। জোহানেসবার্গে আজ রোববার (১৭ ডিসেম্বর) নিজেদের অস্ত্রেই যেন ঘায়েল হলো দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় দলটি। স্বাগতিকদের আট উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত।
আগে ব্যাট করে ভারতীয় পেসারদের বোলিং তোপে ২৭.৩ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। একদিনের ক্রিকেটে ঘরের মাঠে এটিই তাদের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৮ সালে ১১৮ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা, সেটিও ভারতের বিপক্ষেই।
ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই শুরু হয় ভারতের আক্রমণ। অর্শ্বদ্বীপ সিং নিজের প্রথম ওভারেই ফেরান দুই প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস ও টনি জর্জিকে। ম্যাচে দুদলের পার্থক্য গড়ে দেন অর্শ্বদ্বীপই। ৩৭ রানে পাঁচ উইকেট নেন তিনি। আরেক পেসার আভেশ খান ২৭ রান দিয়ে পান চার উইকেট। স্কোরবোর্ডে ৫২ রান তুলতেই ছয় উইকেট হারায় প্রোটিয়ারা। সেখান থেকে সংগ্রহ শতরান ছাড়ায় শেষ দিকে অ্যান্ডিলে ফিলুকায়ওর ৩৩ রানে ভর দিয়ে।
১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত ম্যাচ জিতে নেয় হেসেখেলেই। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় পাঁচ রান করে ফিরে যান। তবে, সাই সুদর্শনের ৪৩ বলে অপরাজিত ৫৫ এবং শ্রেয়াস আইয়ারের ৪৫ বলে ৫২ রানে ভর দিয়ে ১৬.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের দেখা পায় ভারত। ম্যাচ নিজেদের করে নেয় ঠিক ২০০ বল হাতে রেখে।