নেপিয়ারে জয়ের রোমাঞ্চে গর্বিত শান্ত
গত বছরের শুরুতে টেস্ট জয়। এবারের সফরের ওয়ানডে জয়। অধরা ছিল কেবল টি-টোয়েন্টি। এবার সেটাও জিতে তিন ফরম্যাটের চক্র পূরণ করল বাংলাদেশ। তিন ফরম্যাটের দুটি জয়ই এলো এবারের সফরে। যার নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। যার অধীয়নে নেপিয়ারে একে একে দুটি জয়ের গল্প লিখল বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সিরিজে। তাতে বাংলাদেশের আকাশে উঁকি দিচ্ছে সিরিজ জয়ের স্বপ্ন। সেই স্বপ্ন বাংলাদেশ সত্যিই করতে পারে কিনা সেটা সময় বলে দেবে। তবে, তার আগে টি-টোয়েন্টিতে প্রথম অর্জনে গর্বিত অধিনায়ক শান্ত।
নেপিয়ারে বাংলাদেশকে জেতানোর পর অধিনায়ক বলেছেন, ‘জয়ের পর খুবই রোমাঞ্চিত লাগছে। আমরা যেভাবে খেলেছি, তাতে গর্বিত। সবাই এখানে দ্রুত শিখেছে। ক্রিকেটের সৌন্দর্য এটিই (রানের জবাবে চাপ)। তবে তাদেরকে আটকে দেওয়ার পর থেকেই আত্মবিশ্বাসী ছিলাম আমরা।’
কিউইদের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। যা এসেছে ১০তম টি-টোয়েন্টিতে। এর আগে তাদের মাটিতে ৯টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ প্রতিটিতেই পেয়েছিল হারের তিক্ত স্বাদ।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ১৩৪ রান। জবাবে ১৮.৪ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করে বাংলাদেশ।