আশরাফুলের সমালোচনার জবাব দিলেন মাশরাফী
মাশরাফী বিন মোর্ত্তজা চলমান বিপিএল খেলবেন কি না তা নিয়ে ছিল ধোঁয়াশা। হাঁটুর চোটের কারণে লম্বা সময় খেলা থেকে দূরে থাকায় তার ফিটনেস সন্তোষজনক ছিল না। কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকদের জোরাজুরিতে শেষমেশ খেলার সিদ্ধান্ত নেন মাশরাফী। এভাবে তাকে ম্যাচ খেলানোর কড়া সমালোচনা করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে আশরাফুল বলেন, ‘আসলে ফিটনেস ঘাটতিতে এই টুর্নামেন্টে মাশরাফী কিন্তু খেলতে চাচ্ছিল না, মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয়, এই টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে। কারণ, এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে। এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ। সিলেট স্ট্রাইকার্স দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিল, এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত। এই জায়গায় একটা মিসিং।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আশরাফুলের এমন সমালোচনার জবাবে মাশরাফী বলেন, ‘সব জিনিস সব জায়গায় ব্যাখ্যা করা যায় না। তবে আমি যেটা মনে করেছি, চোট নিয়ে খেলা আইডিয়াল সিচুয়েশন না। আর কে খেললে ভালো হতো সেটা পরের বিষয়, টিমের বিষয়।’
৪০ পেরুনো মাশরাফী গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর আর মাঠে ছিলেন না। রাজনৈতিক ও নির্বাচনি ব্যস্ততায় কেটেছে তার সময়। এবার বিপিএলের আগে জাতীয় নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ফিটনেস ঘাটতিও তাতে প্রবল হয়েছে।