তবে কি পিএসজি ছাড়ছেন এমবাপ্পে?
চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। মৌসুম শেষে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। পিএসজি ইতোমধ্যে এমবাপ্পের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি বলে দিয়েছে সিদ্ধান্ত যেটিই হোক, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের আগে জানাতে হবে ক্লাবটিকে।
গোল ডটকমে প্রকাশিত আজ শনিবারের (১৬ ফেব্রুয়ারি) প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে ফরাসি তারকা এমবাপ্পের। পিএসজিকে তিনি জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে আর থাকবেন না ক্লাবে। ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির কাছে জানিয়েছেন নিজের সিদ্ধান্ত।
গত কয়েক বছর ধরে প্রতি মৌসুমেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন এমবাপ্পে। গত মৌসুমে তো রিয়াল মাদ্রিদ তাকে দলে প্রায় নিয়েই যায়। শেষ মুহূর্তে নানা আইন আর আর্থিক হিসাব-নিকাশের কাছে দমে যান এমবাপ্পে। থেকে যান পিএসজিতে। এবারও এমনটিই হবে কি না তা বোঝা যাবে মৌসুম শেষে।
এর আগে গত জানুয়ারিতে এমবাপ্পে বলেছিলেন, ‘আমি নিজের সিদ্ধান্ত নিতে পারব না। পিএসজির সঙ্গে আমার একটি চুক্তি আছে। গত গ্রীষ্মে খেলাইফির সঙ্গে আমার কথা হয়েছে। আমি নিজের পছন্দ জানাতে পারব না। যখন সিদ্ধান্ত জানানোর সময় হবে, আমি অবশ্যই বলব। তবে, সেটি কখন তা বলতে পারছি না।’