এমবাপ্পেকে দলে নিতে আগ্রহী আর্সেনাল
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে পিএসজিকে জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে আর থাকবেন না ক্লাবে। ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির কাছে জানিয়েছেন নিজের সিদ্ধান্ত। তার এমন সিদ্ধান্তের পর অনেকে ধরেই নিয়েছেন, আগামী সৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন তিনি। গত কয়েক বছর ধরে এমবাপ্পে আর মাদ্রিদ যেন এক সুতোয় গাঁথা।
তবে, এমবাপ্পের পিএসজি ছাড়ার ঘোষণায় তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটি তাকে পেতে চায়, এমন খবরই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস।
এমবাপ্পেকে দলে নেওয়ার ব্যাপারে ইতিবাচক আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘এমবাপ্পে? কেন নয়? আমরা সবসময়ই সেরা খেলোয়াড়কে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। আর এমবাপ্পে সময়ের অন্যতম সেরা একজন।’
আর্সেনাল কোচ চাইলেও এমবাপ্পেকে নেওয়ার মতো আর্থিক অবস্থা দলটির আছে কি না তা বিবেচ্য। তা ছাড়া, প্রিমিয়ার লিগে যেতে খুব একটা আগ্রহী নয় এমবাপ্পে। এর আগে প্রিমিয়ার লিগের আরেক দল লিভারপুল প্রস্তাব দিয়েছিল। প্রাথমিক অবস্থাতেই সেটি প্রত্যাখান করেন ফরাসি তারকা।
চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। মৌসুম শেষে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। পিএসজি ইতোমধ্যে এমবাপ্পের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ইচ্ছা প্রকাশ করেছে। তবে, তা ফিরিয়ে দিয়েছেন তিনি।