টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা
টস করছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ছবি : ঢাকা ক্যাপিটালস
বিপিএলে ঢাকা ক্যাপিটালস আছে পাঁচ নম্বরে। চারে অবস্থান করছে সিলেট টাইটান্স। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মুখোমুখি হয়েছে দুদল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে ঢাকা।
নাসির হোসেনে ব্যাটে চড়ে সর্বশেষ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে ঢাকা। জয়ের ধারায় থাকতে চায় দলটি। সিলেটও চায় জয়ের ধারায় ফিরতে। গতকাল তারা হেরেছে চট্টগ্রাম রয়্যালসের কাছে।
চলতি আসরে এর আগেও মুখোমুখি হয়েছিল ঢাকা-সিলেট। টানটান উত্তেজনার ম্যাচটিতে ৬ রানে জিতেছিল সিলেট। ঢাকার জন্য ম্যাচটি তাই প্রতিশোধেরও।
এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট। ৭ ম্যাচে ৩টি জিতলেও হার ৪টিতে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে তারা। অন্যদিকে, পাঁচে থাকা ঢাকা ৫ ম্যাচ খেলে ২জয় ও ৩ হারে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট।

স্পোর্টস ডেস্ক