কে হবেন এমবাপ্পের বিকল্প?
কিলিয়ান এমবাপ্পে মৌসুম শেষে পিএসজি ছাড়বেন—সেটি আর কারও অজানা নেই। ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো অনেকটা নিশ্চিত। দলবদলের বাজারে শেষের আগে শেষ নেই বলেই খানিক অনিশ্চয়তা। তবে, এরই মধ্যে এমবাপ্পের বিকল্প খুঁজতে শুরু করেছে পিএসজি।
তর্কাতীতভাবে ফরাসি ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে। এতটাই যে, লিওনেল মেসি ও নেইমার থাকার পরও এমবাপ্পেই ছিলেন দলের মূল তারকা। তেমন একজনের চলে যাওয়া মানে বিশাল শূন্যস্থান তৈরি হওয়া। গোল ডটকম বলছে, এরই মধ্যে বিশ্বকাপজয়ী এই তারকার বিকল্প খুঁজছে পিএসজি।
সবার প্রথমে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস রাশফোর্ডের নাম। ২৬ বছর বয়সী এই ইংরিশ তারকার গড়ে ওঠা ওল্ড ট্রাফোর্ডেই। গত জুলাইয়ে ইউনাইডেটের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি। এরপরও পিএসজির রাডারে বেশ ভালোভাবেই আছেন রাশফোর্ড।
তালিকায় শোনা গিয়েছিল লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর নামও। যদিও, সেই আলোচনা প্রাথমিক স্তরেই থেমে গেছে। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়তে পারেন সালাহ। জানা গেছে, অলরেড শিবির ছাড়লে সৌদি প্রো লিগে যেতে আগ্রহী তিনি। এ ছাড়া, আরেক আফ্রিকান তারকা ভিক্টর ওসিমনের প্রতিও আগ্রহ দেখিয়েছে পিএসজি। নাপোলির নাইজেরিয়ান তারকা আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন।