ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টে দলে নেই বুমরাহ
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে জিতে সিরিজে এগিয়েছে স্বাগতিকরা। হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচ জেতে ইংল্যান্ড। বিশাখাপত্তম ও রাজকোটে পরের দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় ভারত। রাচিতে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে।
চতুর্থ টেস্টের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এ ম্যাচে দলে থাকবেন না জসপ্রীত বুমরাহ। সময়ের অন্যতম সেরা এই পেসারকে রাচিতে পাওয়া যাবে না। টানা খেলার ক্লান্তি থেকে একটু বিশ্রাম দিতেই বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত।
বিসিসিআইয়ের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টানা খেলার ফলে বুমরাহর মন মানসিকতায় চাপ পড়তে পারে। তাই তাকে চতুর্থ টেস্ট থেকে বিরতি দেওয়া হয়েছে। যাতে সে নিজেকে একটু সময় দিতে পারে। শেষ টেস্টে আশাকরি সে যথারীতি খেলবে। চতুর্থ টেস্টে বুমরাহর জায়গায় নেওয়া হয়েছে লোকেশ রাহুলকে।
এদিকে সিরিজে ২-১ এ পিছিয়ে আছে ইংল্যান্ড। তবে, ইংলিশ তারকা বেন স্টোকস বলেন, ‘আমরা জানি সময়টা ভালো যাচ্ছে না। যেভাবে প্রত্যাশা করেছি, তা হচ্ছে না। সবসময় আপনি যা চাইবেন, সে অনুযায়ী কাজ করতে পারবেন না। তবে, আমাদের হাতে আরও দুটি ম্যাচ আছে। ২-১ এ পিছিয়ে পড়লেও আমরা বিশ্বাসী যে ৩-২ এ সিরিজ জেতার মতো যথেষ্ট সুযোগ আছে এখনও।’