আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি : জাকির
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। বিশেষত, ব্যাট হাতে পুরো দলের অবস্থা হতশ্রী। এমন নয় যে, উইকেট ব্যাটিংয়ের প্রতিকূল। একই পিচে শ্রীলঙ্কা রানের ফোয়ারা ছোটাচ্ছে। যেখানে বাংলাদেশি ব্যাটাররা রান পেতে সংগ্রাম করছে।
বাংলাদেশি ওপেনার জাকির হাসান বিরুদ্ধস্রোতে সাঁতরে অর্ধশতক তুলে নিয়েছেন। ১০৪ বলে ৫৪ রানের ইনিংসে চেয়েছেন দল ও নিজের জন্য কিছু করতে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে আজ সোমবার (১ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন জাকির। স্বীকার করেন, ব্যাট হাতে পুরো দলের ব্যর্থতার কথা।
জাকির বলেন, ‘আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। নিজেদের যে কাজ, সেটি ঠিকঠাক করতে পারিনি। সামর্থ্য অনুযায়ী কেউই খেলতে পারিনি। কেন এমন হচ্ছে, নিজেরাও বুঝতে পারছি না। আমার দিক থেকে অন্তত চেষ্টা করি, প্রতিদিন নতুনভাবে শুরু করতে। অন্যদের ব্যাপার বলতে পারব না। সবারই উচিত যার যার জায়গা থেকে পরিস্থিতি মেনে খেলা।’
এ ম্যাচের উইকেট নিয়ে জাকির আরও বলেন, ‘ম্যাচের উইকেট মোটেও খারাপ নয়। ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো। আমরা পরিকল্পনা মতো খেলতে পারছি না। আমাদের অনেক ভুল হচ্ছে।’