নায়ক থেকে খলনায়ক বনে গেলেন মুস্তাফিজ!
চলতি আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের শুরুটা হয়েছিল অবিশ্বাস্য। প্রথম কয়েক ম্যাচে বেশকটি উইকেট নিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে, শেষ চার ম্যাচে ছন্দহীন বোলিংয়ে নিজের সেই সুনাম ধরে রাখতে পারেননি মুস্তাফিজ।
আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য লখনৌর প্রয়োজন ছিল ১৭ রান। এমন গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজের ওপরই আস্থা রাখেন ধোনি। তবে, কে জানত সেই আস্থার প্রতিদান দেওয়া তো দূরে থাক রীতিমতো খলনায়ক বনে যাবেন এই ক্রিকেটার।
দুর্দান্ত খেলতে থাকা স্টোয়নিস বনাম মুস্তাফিজ লড়াইটাতে শেস হাসি অসি তারকার। শেষ ওভারে মুস্তাফিজের শুরুটা ছক্কা খেয়ে। পরের বলে বাউন্ডারি। তৃতীয় বলে একে তো বাউন্ডারি হজম করলেন এর ওপর ওভারস্টেপিংয়ে হলো নো-বল। ফ্রি হিটে আরও এক বাউন্ডারি। ম্যাচ শেষ।
শুধু শেষ ওভার নয়, এর আগের তিন ওভারেও খরুচে ছিলেন কাটার মাস্টার। প্রথম ওভারে পাঁচ রান খরচায় এক উইকেট নিলেও পরের দুই ওভারে যথাক্রমে ১২ ও ১৫ রান দেন। যে চেন্নাইয়ের উইকেটে বেশ কার্যকরী ছিলেন মুস্তাফিজ, সেই মাঠেই এমন নাজুক পারফরম্যান্স মেনে নিতে পারছেন না ভক্তরা।
এদিন ৩ ওভার ৩ বলে ৫১ রান দিয়ে মুস্তাফিজের শিকার একটি উইকেট। যা তার নামের পাশে বড্ড বেমানান। এখন পর্যন্ত সাত ম্যাচে ১০ দশমিক শূন্য ৭ ইকোনমিতে ২৭৭ রান খরচায় ১২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের পরের দুই ম্যাচও ঘরের মাঠে। এমন পারফরম্যান্সের পর আগামী ম্যাচগুলোতে তার সুযোগ পাওয়া অনেকটাই অনিশ্চিত।

স্পোর্টস ডেস্ক