বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হতাশায় ডুবল পিএসজি
ঘরের মাঠ আত্মবিশ্বাসে টলমলে ছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবুও, ধারে-ভারে এগিয়ে ছিল অতিথি পিএসজি। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ছিলেন বলেই ফেভারিটের তকমাটা ছিল প্যারিসিয়ানদের গায়ে।
কিন্তু ইদুনা পার্কে দেখা গেল তার উল্টো চিত্র। জ্বলে ওঠা তো দূরেই খুঁজেই পাওয়া গেল না এমবাপ্পেকে। হলুদ জার্সিতে দর্শকদের উল্লাসের মাঝে জয় উৎসব করল ডর্টমুন্ড। পিএসজিকে হারিয়েই নিজেদের মাঠে জয়ের কেতন গাইল স্বাগতিকরা।
সিগনাল ইদুনা পার্কে গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে জার্মান ডর্টমুন্ড। প্যারিসের ক্লাবটির বিপক্ষে জয়ের নায়ক বনে যাওয়া গোলটি আসে নিকলাস ফুয়েলখুগের পা থেকে।
এর আগে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল দল দুটির। এই মাঠে সেবার ১-১ ড্র করেছিল পিএসজি। কিন্তু বড় ম্যাচে পেল হারের তিক্ততা। আগামী মঙ্গলবার পিএসজির মাঠে গবে ফিরতি লেগ।
এদিন ম্যাচের জয়সূচক গোলটি আসে ৩৬তম মিনিটে। ওই সময় ডিফেন্ডার নিকো শ্লটারবেকের বাড়ানো বল অফসাইডের ফাঁদ এড়িয়ে প্রথম স্পর্শে নিজের দখলে নেন জার্মান ফরোয়ার্ড ফুয়েলখুগ। সুযোগ পেয়ে হাতছাড়া করেননি। প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে বল ঠিকানায় পাঠান তিনি। তাতেই এগিয়ে যায় ডর্টমুন্ড। যে ব্যবধান ধরে রেখেই ঘরের মাঠে উল্লাস করে জার্মান চ্যাম্পিনরা।