ফাইনাল হারের কারণ জানালেন কামিন্স
পুরো আসরে দারুন ছন্দে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত আসরের তলানীতে থাকা দলটিই এবার ফাইনালে খেলল। শিরোপা জিততে না পারলেও আসরজুড়ে হায়দরাবাদের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ঠিক কারণে ফাইনালে কলকাতার সঙ্গে পেরে উঠল না সানরাইজার্স। ম্যাচ শেষে তাই জানালেন অধিনায়ক প্যাট কামিন্স।
গতকাল রোববার (২৬ মে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বলেন, ‘আমি মনে করি তারা দারুন বোলিং করেছে। ফাইনাল জেতার জন্য যতটা দেওয়া প্রয়োজন ছিল, তা আমরা দিতে পারিনি। তারা আমাদের কোনো সুযোগ দেয়নি। একেবারে আহমেদাবাদের প্রথম কোয়ালিফায়ারের মতো। সত্য বলতে এটা সহজ উইকেট ছিল না। দেখে মনে হয়নি যে, এটা ২০০ রানের উইকেট। ১৬০ হলে আমাদের ভালো সুযোগ থাকতো।’
তিনি আরও যোগ করেন, ‘আমি যে ধরনের স্টাইলে ব্যাটিং করেছি পুরো টুর্নামেন্টে, তাতে এই মৌসুমটা আমাদের দারুন কেটেছে। তিনবার আমরা আড়াইশর বেশি রান করেছি। আমি অনেক ক্রিকেটার আছে যাদের সঙ্গে আগে খেলিনি। সবমিলিয়ে দারুন অভিজ্ঞতা ছিল আমার জন্য। কোচিং স্টাফের সদস্যরাও দুর্দান্ত ছিল। আমি দর্শকদের ধন্যবাদ দিতে চাই, যারা পুরো আসরে আমাদের পাশে ছিলেন।’
ফাইনালে হায়দরাবাদের দেওয়া ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী কলকাতাকে খেলতে হলো মোটে ১০.৩ ওভার। ভেঙ্কটেশ আইয়ারের আগ্রাসী ফিফটি আর রহমানউল্লাহ গুরবাজের দারুন ইনিংসে সহজেই জয় তুলে নেয় কলকাতা।