ওয়ার্নারের ফেরার রাস্তা বন্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া
তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছেন অসি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার ওয়ার্নার অসি শিবিরে এখন অতীত। গত বছর জানুয়ারিতে বিদায় জানান টেস্টকে। সাদা পোশাকের ক্রিকেট ছাড়লেও রঙিন পোশাকে খেলেছেন সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ জিতে অবসরে যান। ক্ষুদ্র সংস্করণের মঞ্চও ছাড়লেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে।
সম্প্রতি ওয়ার্নার জানিয়েছিলেন, অবসর নিলেও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে তিনি ফিরবেন। দরজার পুরোপুরি বন্ধ করে দেননি। ওয়ার্নার বন্ধ না করলেও তার জন্য দলের দরজা বন্ধ করে দিল সিএ। আইসিসির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার (১৬ জুলাই) সিএর প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, অসি দলে ওয়ার্নারের প্রয়োজন পড়ছে না।
বেইলি বলেন, ‘আমাদের পরিকল্পনাতে ওয়ার্নার নেই। হয়তো সে মজা করেছে। মজার ছলে আলোচনায় আসতে চেয়েছে। সে মাঝেমধ্যেই রসিকতা করে। তিন ফরম্যাটেই অসি ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছে ওয়ার্নার। এখন তার অবসর উপভোগের সময়। দলে এখন তার প্রয়োজন নেই।’
এর আগে ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে ওয়ার্নার বলেছিলেন, ‘জাতীয় দল থেকে আমার অধ্যায়ের ইতি ঘটেছে। তবে, আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখনই ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছি না। সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়েও খেলতে পারি, যদি আমাকে দলের প্রয়োজন হয়।’