প্যারিস অলিম্পিক
হ্যাটট্রিক সোনা হাতছাড়া পিটির, ব্রেস্ট স্ট্রোকে মার্তিনেঙ্গির স্বপ্নপূরণ
মাত্র ০.০২ সেকেন্ডের আফসোস ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটির! ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে হ্যাটট্রিকের সোনা জেতার সুযোগ ছিল তার সামনে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। এই অল্প সময়ের ব্যবধানেই প্যারিস অলিম্পিকে স্বপ্নভঙ্গ হলো ২৯ বছর বয়সী এই তারকা সাঁতারুর।
মাইকেল ফেলপস ও কেটি লেডেকির পর ইতিহাসের তৃতীয় সাঁতারু হিসেবে পরপর তিনটি অলিম্পিকের একই ইভেন্টে সোনা জেতার বিরল কীর্তির হাতছানি ছিল পিটির সামনে। তবে, ০.০২ সেকেন্ডের ব্যবধানে এগিয়ে থেকে এ ইভেন্টে সোনা জেতে ইতালির নিকোলো মার্তিনেঙ্গি।
ক্যারিয়ারে কর্ম অর্জন নেই ব্রিটিশ সাঁতারু পিটির। এরইমধ্যে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ৩১টি পদক জিতেছেন তিনি। সুযোগ ছিল সেটিকে ৩২ করার। যদি সেটা করতে পারতেন, তবে অলিম্পিকের ইতিহাসে অমরত্বই পেয়ে যেতেন।
দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন পিটি সাঁতার শেষ করেছেন ৫৯.০৫ সেকেন্ডে। ফলে রূপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় ব্রিটিশ সাঁতারুকে। যুক্তরাষ্ট্রের নিক ফ্রাঙ্কও একই সময় নিয়েছেন। যার ফলে এ ইভেন্টে রূপার পদক পেয়েছেন পিটি ও ফ্রাঙ্ক দুজনই।
আর ইতালির নিকোলো মার্তিনেঙ্গি ৫৯.০৩ সেকেন্ড সময় নিয়ে দেশকে সোনা উপহার দিয়েছেন। প্রতিযোগিতার প্রায় পুরো সময় পিটির সঙ্গে পাল্লা দিয়ে সাঁতরেছেন মার্তিনেঙ্গি। তবে একদম শেষ ২৫ মিটারে এসে পিটিকে পেছনে ফেলেন ২৪ বছর বয়সী এ ইতালিয়ান।