অলিম্পিকে এবার বাজল ভুল জাতীয় সংগীত!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/30/south_sudan.jpg)
যতই সময় গড়াচ্ছে ততই যেন বাড়ছে প্যারিস অলিম্পিকে আয়োজকদের ভুলের সংখ্যা। টুর্নামেন্ট শুরুর আগে থেকে একের পর এক ভুলে যে সমালোচনার তৈরি হয়েছিল, তা চলমান। এবার আসরের দ্বিতীয় দিনে এসে ফের বড়সড় ভুল করে বসলেন আয়োজকরা।
গতকাল সোমবার (২৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির প্রতিবেদন অনুযায়ী, পুয়ের্তো রিকোর বিপক্ষে বাস্কেটবল ম্যাচের আগে দক্ষিণ সুদানের ভুল জাতীয় সংগীত বাজিয়েছেন আয়োজকরা। যার ফলে শুরুতে খেলোয়াড় ও সমর্থকদের ধন্দে পড়ে যেতে দেখা যায়। দুই দলের সমর্থকেরাই এরপর দুয়ো দিতে থাকেন।
তবে এসবের মধ্যেও বুকে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন দক্ষিণ সুদানিজ খেলোয়াড়েরা। তা দেখে সমর্থকেরা হাত তালি দিতে থাকেন। তিন মিনিট পর বাজানো হয় সঠিক জাতীয় সংগীত। আয়োজকদের ভুলে ম্যাচ শুরু হলেও দক্ষিণ সুদান ঐতিহাসিক জয় তুলে দিনটি নিজেদেরই করে নিয়েছে। এই ঘটনায় সমালোচনা শুরু হলে আয়োজকদের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়।
ম্যাচটিতে ৯০-৭৯ পয়েন্টে পুয়ের্তো রিকোকে হারিয়েছে দক্ষিণ সুদান। খেলার পর দক্ষিণ সুদানের খেলোয়াড় মাজোক ডেং এমন ভুলকে 'অসম্মানজনক' বলে অভিহিত করে বলেছেন, ‘আয়োজকদের আরও সতর্ক থাকতে হবে কারণ এটিই সবচেয়ে বড় মঞ্চ।’
অলিম্পিকে এবারই প্রথম খেলছে দক্ষিণ সুদানের বাস্কেটবল দল। তাদের জয়টি ১৯৯৬ অলিম্পিকের পর কোনো আফ্রিকান দলের প্রথম। আজ পুরুষ বাস্কেটবলের ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।