মুশতাক আহমেদকে নিয়ে সুখবর দিল বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে দিয়ে নিজের বাংলাদেশ অধ্যায় শেষ করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বিশ্বকাপ পর্যন্তই বাংলাদেশের সঙ্গে সাবেক এই পাকিস্তানি লেগ স্পিনারের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু তার কাজে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও দীর্ঘমেয়াদী চুক্তি যেতে যায় বাংলাদেশ। আজ বুধবার পাকিস্তানি এই সাবেক ক্রিকেটারকে নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
জালাল ইউনুস জানান, আগামী মাসে পাকিস্তান সফরেই মুশতাককে পাচ্ছে বাংলাদেশ। আজ সাংবাদিকদের বিসিবির এই পরিচালক বলেছেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদকে পাওয়া যাবে।’
তবে পাকিস্তান সফরের পর পরের সিরিজগুলোতে আপাতত তাকে পাচ্ছে না বাংলাদেশ। এই ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’