ভারতকে বড় লক্ষ্য দিতে ব্যর্থ শ্রীলঙ্কা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুক্রবার (২ আগস্ট) টস জিতে ব্যাটিং বেছে নেয় লঙ্কানরা। তবে, খুব একটা সুবিধা করতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। ৫০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে শ্রীলঙ্কা জমা করে ২৩০ রান।
খুব দ্রুতই ওপেনার আভিষ্কা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজের বলে মাত্র এক রান করে বিদায় নেন তিনি। কুশল মেন্ডিস বেশ সংগ্রামই করেছেন রান পেতে। ৩১ বলে ১৪ রান করে শিভাব দুবের বলে লেগবিফোর হন তিনি। তবে, একপ্রান্তে দাঁড়িয়ে দলের ভিত কিছুটা তৈরি করে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
নিশাঙ্কার ব্যাট থেকে আছে ৭৫ বলে ৫৬ রান। আউট হওয়ার আগে দলকে শুরুর বিপদ থেকে টেনে তোলেন তিনি। পরবর্তীতে লঙ্কানদের টেনে নেন দুনিথ ভেল্লালাগে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে তার ব্যাট থেকে। ৬৫ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন দুনিথ। যা লঙ্কানদের মোটামুটি একটা সংগ্রহ।
শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙার ব্যাট থেকে আসা ২৪ এবং আকিলা ধনাঞ্জয়ার ব্যাট থেকে আসা ১৭ রানও সহায়তা করেছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ও অর্শ্বদীপ সিং নেন দুটি করে উইকেট।