লজ্জার রেকর্ডে নাম লেখালেন ভারতের দুই অধিনায়ক
অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখালো ভারত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু হয়েছিল যাত্রা, অস্ট্রেলিয়ার বিপক্ষেই আরও একটি সিরিজে অব্যাহত আছে সেটি। ম্যাচের ফল যা-ই হোক, টসের ফল অভিন্ন। টসে ভারত হারবেই। গত ১৮ ওয়ানডেতে অভিন্ন চিত্র। ক্রিকেটের ইতিহাসে টানা ১৮ ম্যাচ টস হারার রেকর্ড নেই আর কারও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে তৃতীয় ওয়ানডেতে আজ শনিবার (২৫ অক্টোবর) নতুন অধিনায়ক শুভমান গিল টস হারার পর ওয়ানডে ক্রিকেটে টানা ১৮টি টস হারার বিশ্বরেকর্ড গড়ল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ফল আগেই হাতছাড়া হয়ে গেলেও, সিডনির তৃতীয় ওয়ানডেতে এই নতুন মাইলফলক যুক্ত হলো ভারতের ঝুলিতে। এমনটি নিশ্চয়ই চাইবেন না কেউই।
অধিনায়ক হিসেবে ব্রায়ান লারার রেকর্ড ভাঙেন রোহিত শর্মা। ১৫ ওয়ানডেতে টস হারেন তিনি। এর আগে অধিনায়ক হিসেবে টানা ১২টি টস হারের নজির ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারার।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় গত মার্চে ভারত নেদারল্যান্ডসের গড়া টানা ১১টি টস হারের আগের রেকর্ডটি ভেঙেছিল। গিলের জন্য ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটি আরও কঠিন হয়ে গেল, কারণ পার্থ ও অ্যাডিলেডে হারের পর সিরিজে তিনটি টস হার এবং সিরিজ পরাজয় নিশ্চিত হয়েছে।
ভারতের অবাঞ্ছিত রেকর্ডটি শুরু হয়েছিল প্রায় দুবছর আগে, ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে। সেদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতেছিলেন রোহিত শর্মার বিরুদ্ধে। প্রায় দুই বছর হয়ে গেলেও ভারত আর ওয়ানডে ক্রিকেটে একটিও টস জিততে পারেনি।
টানা টস হারলেও ম্যাচ জয়ের পরিসংখ্যান কিন্তু খারাপ নয়। এই সময়ে খেলা ১৭টি ওয়ানডের মধ্যে ১০টিতেই জিতেছে ভারত। যা প্রমাণ করে, টস ভাগ্য সহায় না হলেও মাঠে নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দেয় ভারত।

স্পোর্টস ডেস্ক