পাঁচ বছর নিষিদ্ধ বিপিএল মাতানো ক্রিকেটার
আশার জাইদি—২০১৫ বিপিএলে অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন। সেই আসরে দলটির হয়ে শিরোপা জয়েও অবদান রাখেন পাকিস্তানে জন্ম নেওয়া এই ক্রিকেটার। তবে, এবার দুর্নীতির অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
গতকাল বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে বাঁহাতি এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞার কথা জানায় আইসিসি। ২০২১ আবুধাবি টি-টেন লিগে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে আইসিসি। যদিও সেই আসরে খেলোয়াড় নয় বরং পুনে ডেভিলসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার সঙ্গে দলটির মালিকও নিষেধাজ্ঞায় পরেছেন।
২.১.১ এবং ২.৪.৪- এই দুটি ধারায় অভিযুক্ত করে তাকে নিষিদ্ধ করা হয়েছে। ২.১.১ ধারা বলে- দুর্নীতিতে জড়ানোর জন্য সরাসরি অথবা পরোক্ষভাবে কাউকে অনুরোধ, প্ররোচনা, প্রলুব্ধ, নির্দেশ কিংবা উৎসাহ দেওয়া। ২.৪.৪ ধারার অধীনে দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব সম্পর্কে পুরো তথ্য দিয়ে আকসুকে সহায়তা না করার কারণে শাস্তি পেয়েছেন তিনি৷
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তার নিষিদ্ধ সময়। ২০২৭ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যা চলবে। এই সময়ে ক্রিকেটে সব ধরনের সংশ্লিষ্টতা থেকে তাকে বিরত রাখতে আদেশ দিয়েছে আইসিসি। পাঁচ বছরের মধ্যে এক বছর অবশ্য স্থগিত নিষেধাজ্ঞা। আর