জার্সি তৈরিতেও হয় দুর্নীতি, গুরুতর অভিযোগ সোহানের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। এবার ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে তিনি শক্ত ভূমিকায়। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বোর্ডের স্বচ্ছ্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই উইকেটকিপার ব্যাটার।
গতকাল রোববার (১১ আগস্ট) জার্সি তৈরিতে বিসিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এই ব্যাটার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুর্নীতির অভিযোগ তুলে সোহান বলেন, ‘সর্বশেষ যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি, বিসিবি থেকে বিভাগীয় দলের জন্য জার্সি বাবদ দেওয়া হতো তিন লাখ টাকার মতো। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু ক্যাপ্টেন ছিলাম। ’
সোহান আরও যোগ করেন, ‘৩০ জন খেলোয়াড়ের জন্য জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকা দিয়ে, যেটা পরার মতো না। এটার দায়িত্বে ছিলেন বিভাগীয় দলের সেক্রেটারি। ১৪-১৫ বছর ধরে সেই ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটেই যদি এমন হয়...! পরে আমরা খেলোয়াড়েরা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি। যে জার্সি বাইরে পরার মতো অবস্থা ছিল না।’
ক্রিকেটারেদের আর্থিক বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব নিতে হবে বোর্ডকে জানিয়ে সোহান বলেন, ‘আমি অনেক দিন ধরে জাতীয় দলের আশপাশে আছি। আলহামদুলিল্লাহ, চুক্তিতে থাকায় ভালো একটা বেতন পাচ্ছি। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এগুলোর অবস্থা কী? ওদের খারাপ অবস্থার দায় তো অন্য কেউ এড়াতে পারে না ‘