সিলেট দেখল সোহান ঝড়!
বরিশালের লঞ্চে ধাক্কা দিয়ে প্রথম ম্যাচে জয়ে তুলেছিল রংপুর। ফরচুন বরিশালের সামনে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সুযোগ ছিল বদলা নেওয়ার। শেষ ওভারের আগ পর্যন্ত রংপুর রাইডার্সের হারই দেখছিল সিলেটের দর্শকরা। কিন্তু, নুরুল হাসান সোহান রংপুরকে বাঁচালেন। অধিনায়কের কাজটা করলেন ঠিকঠাক। খেললেন অতিমানবীয় ইনিংস। রংপুর পেল টানা ষষ্ঠ জয়ের দেখা।
বরিশালের দেওয়া ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। হাতে তিন উইকেট। স্ট্রাইকে সদ্য নামা সোহান। কাইল মায়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলটা বেশ নিচু হয়েই আসে। সোহান ব্যাট এগিয়ে বল পাঠান সীমানার ওপারে। প্রথম বলে ছক্কা, পরের বলে চার। তৃতীয় বলটাও গড়িয়ে গড়িয়ে সীমানা পার। রংপুরের তখন প্রয়োজন তিন বলে ১২। চতুর্থ বলে সোহান মারলেন ছক্কা। প্রয়োজন নেমে আসে দুই বলে ছয়ে।
পঞ্চম বলটা দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি পার করেন সোহান। এক বলে প্রয়োজন দুই রান। মায়ার্স শেষ বলটাও থামাতে পারলেন না। দুই প্রয়োজন, সোহান শেষ করলেন ছক্কা মেরে। ২০তম ওভারের সারাংশটা এমন— ৬, ৪, ৪, ৬, ৪, ৬! প্রয়োজনীয় ২৬ এর জায়গায় ৩০ রান তুলে দলকে জয়ের বন্দরে নোঙর করালেন সোহান।
দুর্দান্ত ফিনিশিংয়ে সাত বলে ৩২ রানে অপরাজিত থাকেন সোহান। স্ট্রাইক রেট ৪৫৭.১৪! ম্যাচ সেরার পুরস্কার হাতে সোহান বলেন, ’আমি যখন ক্রিজে ছিলাম, চেষ্টা করেছি স্বাভাবিকভাবে খেলে যেতে। শান্ত থাকার চেষ্টা করেছি। বল বাই বল খেলে গেছি। আল্লাহর রহমতে ভালোভাবে শেষ করতে পেরেছি ম্যাচটা। টুর্নামেন্টে আরও অনেক দূর যেতে হবে। এটি দীর্ঘ প্রক্রিয়া।’