শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন ইয়ান বেল
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ইয়ান বেলকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তিন ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের আতিথ্য দেবে ইংল্যান্ড। ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং তাদের কৌশল সম্পর্কে জানতে সাবেক ইংলিশ তারকাকেই নিয়োগ দিয়েছে এসএলসি।
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২১ আগস্ট। এর আগে নিয়োগপ্রাপ্ত বেল কাজ শুরু করবেন আগামী ১৬ আগস্ট থেকে। এবারই প্রথম কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত হননি সাবেক এই ব্যাটার। ২০২০ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন বেল।
অবসর নেওয়ার পর থেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত বেল। এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল ও ইংল্যান্ড লায়নসের ব্যাটিং কোচ হিসেবে কাজ তিনি। এ ছাড়া বিগ ব্যাশ ও কাউন্টি ক্রিকেটে বিভিন্ন ক্লাবের পরামর্শক ছিলেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের সহকারি কোচের দায়িত্ব পালন করেন বেল।
বেলকে নিয়োগ দেওয়ার ব্যাপারে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা এমন একজনকে নিয়োগ দিয়েছি যিনি ইংল্যান্ডের স্থানীয় অবস্থা সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন। ইংল্যান্ডের হয়ে বেল অনেক ম্যাচ খেলেছেন। তার অভিজ্ঞতা অনেক। আশাকরি, তিনি এই সিরিজে শ্রীলঙ্কাকে খুব সহযোগিতা করবে।’