শ্রীলঙ্কা দলে আবারও চোট সমস্যা
শ্রীলঙ্কা দল থেকে চোট সমস্যা যেন মিটছেই না। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফের চোটে পড়লেন দুই তারকা। দুই পেসার মাতিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা ছিটকে পড়লেন ভারত সিরিজ থেকে। ইএসপিএনক্রিকইনফো আজ বৃহস্পতিবার (১ আগস্ট) জানিয়েছে এমন খবর।
কাঁধের চোটে সিরিজ শেষ হয়েছে পাথিরানার। মাদুশাঙ্কার চোট হ্যামস্ট্রিংয়ে। এই দুজন ছাড়াই দলে আগে থেকে নেই দুশমন্থ চামিরা ও নুয়ান থুসারা। চামিরা ও থুসারা খেলতে পারেননি টি-টোয়েন্টিতেও। পাথিরানা ও মাদুশাঙ্কার বদলে স্কোয়াডে নেওয়া হয়েছে দুই নতুন মুখ মোহাম্মদ সিরাজ ও ঈশান মালিঙ্গাকে। দুজনের কেউই এখনও অভিষিক্ত হননি দলে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটা তাই কঠিনই হতে যাচ্ছে লঙ্কানদের জন্য। ভারতের বিপক্ষে সর্বশেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে হেরেছে লঙ্কানরা। ঘরের মাঠে সেই লজ্জা থেকে বাঁচার জন্য মাঠে নামবে শ্রীলঙ্কা। আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৭ আগস্ট। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। নতুন অধিনায়ক হিসেবে চারিথ আসালাঙ্কাকে দায়িত্ব দেওয়া হলেও দলকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করতে পারেননি তিনি। টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পরও অবশ্য ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আসালাঙ্কার ওপরই ভরসা রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।