বিসিবিতে পরিবর্তন নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে। বিশেষ করে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দেশের সবচেয়ে ধনী বোর্ডের বেশিরভাগ পরিচালকই আত্মগোপনে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একেবারেই হদিস নেই বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের। এমন পরিস্থিতিতে সামনে দিকে ক্রিকেট কার নেতৃত্বে আগাবে সেটা নিয়ে জেগেছে প্রশ্ন!
বিসিবিতে যে কয়জন পরিচালক উপস্থিত আছেন তাদের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গঠনতন্ত্র মেনে দ্রুতই কীভাবে বিসিবিতে রিফর্ম করা যায় সেই পথে হাঁটছেন তিনি।
আজ রোববার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেছেন, ‘বিসিবির পরিবরর্তন নিয়ে বললে, আমরা রিফর্ম করব সিস্টেমের, কোনো ব্যক্তির নয়। সিস্টেমকে যারা করাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে সুনিশ্চিত। আমরা বোর্ডের পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছি। যারা নতুন আসবে তাদের মাধ্যমে ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে। পাশাপাশি এতদিন যত অনিয়ম হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে। যাতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু বিসিবি নয়, বাংলাদেশের সকল ফেডারেশন নিয়েই আমাদের একই মতামত।’
সেই সঙ্গে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে উপদেষ্টা বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য একটি ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সেই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা এখন আর শুধু স্পোর্টস মিনিস্ট্রিতে নেই। এটা এখন স্টেটের ব্যাপার হয়ে গেছে। তো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। আমরা তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব। আর আইসিসির সঙ্গেও আমাদের যোগাযোগ চলমান আছে। দ্রুতই আমরা এই বিষয়ে একটি সিদ্ধান্ত আপনাদের জানাব।’