ফাইনালে হার, শেষটা রাঙাতে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় দারুণ এক সময় কাটিয়েছে বাংলাদেশ। বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল দাপটের সঙ্গে ওঠে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে। সেমিফাইনালে আজ রোববার (১৮ আগস্ট) নর্দান টেরিটরিকে হারিয়ে ফাইনালে ওঠে এইচপি দল। তবে, আজই হওয়া ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে আর পেরে ওঠেননি আফিফ-আকবররা।
ডারউইনে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ এইচপিকে ৩২ রানে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাডিলেড। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১৬৯ রান করে অ্যাডিলেড। জবাবে ১৯.৫ ওভারে ১৩৭ রানে অলআউট হয় এইচপি।
অ্যাডিলেডের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন টম ও’কনেল। ৩৩ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া, অধিনায়ক লিয়াম স্কট ১৮ বলে ৩০ এবং রায়ান কিং ১৯ বলে ৩৫ রান করেন। এতে বড় লড়াইয়ের পুঁজি পায় অ্যাডিলেড।
সেমিতে তিন উইকেট পাওয়া রিপন মন্ডল ফাইনালেও নেন দুই উইকেট।
১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। এর বাইরে ২০ এর ঘর পার হতে পেরেছেন কেবল মাহফুজুর রহমান রাব্বি। তার ব্যাট থেকে আসে ২১ রান। বাকিদের ক্রমাগত আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশ থেমে যায় জয় থেকে অনেক দূরে। কাছে গিয়েও জেতা হলো না শিরোপা।