ক্রিকেটারদের ১৬ দফা দাবি, যা বলছে বিসিবি
গোটা দেশের মতো পালাবদল ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নাজমুল হাসান পাপনের পরিবর্তে সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। একই সময়ে বিসিবির নতুন পরিচালকের দায়িত্ব পান নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির নতুন দুই কর্তাকে অভিনন্দন জানাতে আজ রোববার (৮ সেপ্টেম্বর) ৬৪ জেলার সব শ্রেনির ক্রিকেটারদের পক্ষ থেকে একটি দল আসেন।
অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের ১৬ দফা দাবি পেশ করেন বিভিন্ন জেলার ক্রিকেটাররা। দাবিগুলোর মধ্যে আছে—ঘরোয়া ক্রিকেটের সময়সূচি প্রকাশ, জাতীয় ক্রিকেট লিগের দলগুলোর দ্বিতীয় দল রাখা, ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেরই টুর্নামেন্ট নিয়মিত আয়োজন, আম্পায়ারিংয়ের মান উন্নত করা, প্রতি জেলায় বছরের নির্দিষ্ট সময় খেলার আয়োজন করা ইত্যাদি।
ক্রিকেটারদের দাবির যৌক্তিকতা এবং এসব মেনে নেওয়া হবে কি না, সেই প্রসঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন। এনটিভি অনলাইনকে তিনি জানান, ক্রিকেটের স্বার্থে যেসব দাবি ভালো মনে হবে, বোর্ড অবশ্যই মেনে নেবে।
নাজমুল আবেদীন আরও বলেন, ‘তারা কিছু দাবি নিয়ে এসেছে। আমাদের সঙ্গে কথা হয়েছে। বিসিবির পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। তবে, ক্রিকেটের স্বার্থে যেগুলো যৌক্তিক মনে হবে সেগুলো মেনে নেওয়া হবে। এখন বিসিবিতে লোকবল কম, তবুও আমরা চেষ্টা করব তাড়াতাড়ি এসব নিয়ে বসতে।’