বোর্ড সভায় যে গুরুত্বপূর্ণ তিন সিদ্ধান্ত নিল বিসিবি
শীর্ষপদে পরিবর্তনের পর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বিসিবির বোর্ড সভা। এ সভায়ও রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়ালে চলে যাওয়া পরিচালকরা অনুপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বোর্ড সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বাড়ছে মাঠকর্মীদের বেতন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঠকর্মীদের বেতনবৈষম্য নতুন কিছু নয়। কদিন আগেও বিকেএসপির কয়েকজন মাঠকর্মী বিসিবিতে আসেন চুক্তিভিত্তিক নিয়োগের পারিশ্রমিকের দাবি নিয়ে। এর আগেও মাঠকর্মীরা বিসিবির দুয়ারে নিজেদের বেতন ও বোনাস না পাওয়ার অভিযোগ নিয়ে গেছেন। বিষয়টির সমাধান হিসেবে এবার বেতন বাড়ানোর পাশাপাশি ৬ বছর বেশি কর্মরতদের স্থায়ীত্বকরণ করার উদ্যোগ গ্রহন করেছে বোর্ড।
টিকিট মিলবে অনলাইনে : ঘরের মাঠে প্রতিটি সিরিজেই টিকিট পেতে বেশ ভোগান্তি পোহাতে হয় দর্শকদের। এবার সেই সমস্যার সমাধান করার উদ্যোগ নিয়েছে বোর্ড। এখন থেকে লাইনে দাঁড়িয়ে নয় সমর্থকরা টিকিট কাটতে পারবেন অনলাইনে। টিকেট পদ্ধতিতে স্বচ্ছতা আনতে বেশির ভাগ টিকেট অনলাইনে ছাড়ার উদ্যোগ নিচ্ছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ৭০-৮০ শতাংশ টিকেট মিলবে অনলাইনে।
বিপিএল শুরুর সময় নির্ধারণ : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ২৭ ডিসেম্বর। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবার নতুন তিন ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। এবারের বিপিএলে পাওয়া যাবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। থাকছে না দুর্দান্ত ঢাকাও। বিসিবির শর্তাবলি না মানায় বাদ পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লার জায়গায় যুক্ত হচ্ছে রাজশাহী। আর মালিকানা বদলাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের। ফলে এবারও সাত দলের বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি।