মিরাজের কাছে ভারত সিরিজ কতটা চ্যালেঞ্জিং?
পাকিস্তান সিরিজে বাংলাদেশের চেঞ্জমেকার বলা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। দুই টেস্টের দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। প্রথম টেস্টে ৭৭ রানের পর শেষ টেস্টে তার ব্যাট থেকে আসে ৭৮ রানের ইনিংস। যে ইনিংসকে রীতিমতো প্রেরণা মেনেছেন সেই টেস্টে ১৩৮ রান করা লিটন দাসও। শুধু ব্যাট হাতে নয়, পাকিস্তানের পেস স্বর্গে স্পিন বিষে নীল করেছেন স্বাগতিক ব্যাটারদের। বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে সিরিজসেরা হন মিরাজ।
বাংলাদেশের মিশন এবার ভারত সিরিজ। পাকিস্তানের পর ভারতের সঙ্গেও বাংলাদেশ খেলবে প্রতিপক্ষের মাঠে। ধারে-ভারে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে ভারত। চ্যালেঞ্জটাও বেশি। সেই চ্যালেঞ্জ নিতে নিজেদের তৈরি করছে বাংলাদেশ দল। মিরপুরে পুরোদমে চলছে দলের অনুশীলন।
অনুশীলনের ফাঁকে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) মিরাজ মুখোমুখি হন এনটিভি অনলাইনের। ভারত সিরিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিরাজ জানান, একটা সিরিজে ভালো করলে পরের সিরিজেও প্রত্যাশার চাপ থাকে। প্রতিটি সিরিজ নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ।
মিরাজ বলেন, ‘আসলে প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জ থাকে। থাকে প্রত্যাশার চাপ। যদিও, দল এখন ফর্মে আছে। সবাই আত্মবিশ্বাসী। ভারতের মাটিতে আমাদের অতীত ইতিহাস খুব একটা ভালো না। তবে, এবার সব ভুলে আমরা সিরিজটি উপভোগ করার চেষ্টা করব। সবার মধ্যে যে আত্মবিশ্বাস আছে, তা মাঠে কাজে লাগানোর চেষ্টা থাকবে।’