বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে ভারতকে সতর্ক করলেন গিল
ঘরের মাটে আসন্ন সিরিজে বাংলাদেশকে এবার কি সমীহ করছে ভারত? এই প্রশ্নটি ওঠা অযৌক্তিক নয়। বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম একটু হলেও বাড়তি সাবধান হতে বাধ্য করছে ভারতকে।
টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার ব্যাটে-বলের লড়াই শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। নিজেদের মাটিতে এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ভারতীয় দলে আছেন তরুণ তারকা শুভমান গিল। পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করা বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মনে করেন গিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে গিল জানান, ‘গত কয়েক মাসে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে, সেটি দারুণ ইতিবাচক। তাদের ছোট করার সুযোগ নেই।’
গিল বলেন, ‘আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনো দলকেই আপনি হিসাবের বাইরে রাখতে পারবেন না। গত কয়েক মাসে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে, সেটি দারুণ ইতিবাচক। তাদের ফার্স্ট বোলার ও মিডল অর্ডারের ব্যাটাররা যেভাবে চাপ সামলেছে, তা উপেক্ষা করা যাবে না। আমি বিশ্বাস করি ভারতের জন্য খুবই আকর্ষণীয় ও জমজমাট একটি সিরিজ হবে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচ চেন্নাইয়ে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কানপুরে।