পরের বিশ্বকাপে ফাইনাল খেলবে ব্রাজিল!
ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল। লাতিন আমেরিকান ফুটবলের যে মোহনীয়তা, তার বড় কারিগর ব্রাজিলের ফুটবলাররা। পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিলে এখন আগের সেই জৌলুস নেই। মাঠে সাফল্য দূরে থাক, হারিয়েছে চিরায়ত সৌন্দর্য। তবু, দল নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের অফিসিয়াল এক্সে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) টুইট করেছেন। ব্রাজিল কোচ দরিভালের কিছু কথা তুলে ধরেন তিনি। দরিভাল মনে করেন, আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। বেশ জোর গলায় এসব কথা জানান ব্রাজিল কোচ।
দরিভাল বলেন, ‘আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব। আমরা হব দুই ফাইনালিস্টের একটি। আপনারা এখন এটা নিয়ে হাসিঠাট্টা করতে পারেন। কিন্তু, আমার কোনো সন্দেহ নেই। আমরা ফাইনালে যাব।’
ফাইনাল খেলতে হবে আগে নিশ্চিত করতে হবে বিশ্বকাপে অংশগ্রহণ। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে ব্রাজিলের অবস্থা বেশ নাজুক। নিজেদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম বাছাইপর্বে হেরেছিল টানা তিন ম্যাচ।
উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হারের পর শুরু হয় তুমুল সমালোচনা। সর্বশেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে কোনোমতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এখনও বাকি অনেকটা পথ।