মেসির পর্যায়ে যেতে না পারলেও কিংবদন্তি হতে চান ইয়ামাল
বর্তমান ফুটবলে অন্যতম আলোচিত তারকা লামিনে ইয়ামাল। বয়স মাত্র ১৭, এর মধ্যেই জিতে নিয়েছেন সমালোচকদের মন। চলতি বছর স্পেনের ইউরো শিরোপা পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রেখেছেন ইয়ামাল। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নামার অনন্য রেকর্ড তো গড়েছেনই, পাশাপাশি পান আসরের সেরা উদীয়মান তারকার পুরস্কার।
ইয়ামালকে নিয়ে চর্চা করতে গিয়ে অনেকেই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন। মেসির মতো তিনিও বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। খেলছেন বার্সাতেই। মাত্র ১৫ বছরেই কাতালানদের মূল দলে জায়গা করে নেওয়া ইয়ামাল এখানেও গড়েন সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড।
ক্যারিয়ারের শুরুতেই সাফল্য পেলেও মেসির সঙ্গে তুলনায় আপত্তি ইয়ামালের। এটি উপভোগ করলেও মেসির পর্যায়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন ইয়ামাল। গোল ডটকম আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
ইয়ামাল বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে আমার তুলনা করা হচ্ছে। বিষয়টি উপভোগ্য হলেও তার পর্যায়ে যাওয়া অসম্ভব। আমি আমার মতো হতে চাই। গড়তে চাই নিজের পরিচিতি। আশা করি আমি কখনও বার্সা ছাড়ব না। এখানে থেকে আমি কিংবদন্তি হতে চাই।’