চ্যাম্পিয়ন্স লিগ : নতুন মৌসুমে মাঠে নামতে তৈরি মাদ্রিদ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত রাজা রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদার শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ। স্পেনের ক্লাব মাদ্রিদ এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে সর্বোচ্চ ১৫ বার। আসরের বর্তমান চ্যাম্পিয়নও তারা।
বর্তমান চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্টকে মোকাবিলা করবে মাদ্রিদ।
ম্যাচটিকে সামনে রেখে আজ ১৯ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মাদ্রিদ। স্কোয়াডে থাকা কিলিয়ান এমবাপ্পে আছেন মাদ্রিদের জার্সিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার অপেক্ষায়। গত মৌসুমে টুর্নামেন্টের শিরোপা জিতে মাদ্রিদকে বিদায় বলেছিলেন ক্লাবটির অন্যতম সেরা তারকা টনি ক্রুস। তাকে ছাড়াই লড়াইয়ে নামবে লস ব্লাংকোরা। ক্রুস না থাকায় মাঝমাঠের দায়িত্বের বড় অংশই থাকবে আরেক তারকা লুকা মদ্রিচের কাঁধে।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে মাঠে নামার আগে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি আজ বলেন, ‘আমারা লড়াইয়ের জন্য প্রস্তুত। জয় দিয়ে শেষ করেছিলাম, নতুন মৌসুমের শুরুটাও করতে চাই জয়ে দিয়েই।’
মাদ্রিদ ডিফেন্ডার দানি কার্ভাহাল বলেন, ‘আমরা সামনের দিকে নজর দিচ্ছি। আমরা জানি এই ক্লাবের কাছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মাহাত্ম্য কতটুকু।’